14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeঅনুদানদাগনভূঞা সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ

দাগনভূঞা সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ

আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন, দিনমজুর, কৃষক, স্বল্প আয়ের মানুষ, অসহায় ও দুঃস্থদের মাঝে দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ রবিবার (১১জুলাই) সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি সচিব আবদুস সালাম, ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন ও ইউপি সদস্য মোহাম্মদ হানিফ প্রমুখ। এসময় ইউনিয়নের ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কর্মহীন, দিনমজুর, কৃষক, স্বল্প আয়ের মানুষ, অসহায় ও দুঃস্থদের প্রত্যেককে ৫০০ টাকা করে প্রদান করা হয়।

Most Popular

Recent Comments