দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফলজ, বনজ, ঔষুধি বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) বিকেলে স্থানীয় আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সি।
অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান এম.এ তাহের পন্ডিতের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমেদ হিমেল এবং ট্রেজারার আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ এনায়েত উল্যাহ, সাবেক শিক্ষা অফিসার ও রামনগর কে এম সি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আতাউর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মহি উদ্দিন জুয়েল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুপ। এসময় ট্রাস্টের পরিচালক মোহাম্মদ হোসেন, আলাউদ্দিন আল হাসান, তবারক হোসেন সোহেল, আবদুল মুনাফ পিন্টু, মোখছুদের রহমান পাভেল, মোঃ শাহ আলম, সদস্য মোহাম্মদ আলমগীর ননী, জাহাঙ্গীর হোসেন, মোঃ জাকের হোসেন, জাহিদ হাসান, জহিরুল ইসলাম বাহাদুর, তাহেরুল ইসলাম, জিয়াউল হক পিন্টু, ইমাম হোসেন (ইউছুফ), ফেরদৌস মাহমুদ হিরণ ও ইব্রাহিম খলিল সাইফুল।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা গাছ লাগানো ও বিতরণের পাশাপাশি সবাইকে গাছ রক্ষণাবেক্ষণ,পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও নিয়মিত গাছ লাগাতে উৎসাহ দেওয়া হয়।