আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দিবাগত রাতে একজন কোভিড -১৯ আক্রান্ত রোগীর জন্য একটি জরুরি সিজারিয়ান সেকশন অপারেশন করা হয়েছে। যিনি প্রাইমি, ৩৮ প্লাস সপ্তাহের গর্ভাবস্থা, গুরুতর অলিগোহাইড্রোমনিয়াস, বাচ্চার শ্বাসকষ্ট এবং সংকুচিত পেলভিস নিয়ে এসেছিলেন। বর্তমানে মা এবং শিশু উভয়েই স্থিতিশীল। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এর নেতৃত্বে যারা অপারেশন করেছেন ডাঃ চম্পা কুন্ডু, ডাঃ বিউটি আক্তার, এনেস্থিসিয়া করেন ডাঃ দিপু। সাথে ছিলেন ডাঃ রাজু ও ডাঃ সাখাওয়াত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আমরা বদ্ধপরিকর।