13.4 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeচুয়াডাঙ্গাদামুড়হুদার ভাইস-চেয়ারম্যানের চড়-থাপ্পরে বৃদ্ধের মৃত্যু।

দামুড়হুদার ভাইস-চেয়ারম্যানের চড়-থাপ্পরে বৃদ্ধের মৃত্যু।

মোঃ আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় জমিজমা নিয়ে সালিশ বৈঠকে উপজেলা ভাইস চেয়ারম্যানের মারধরে ইস্রাফিল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে থানার গেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই জনপ্রতিনিধি শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃদ্ধ মোল্লা দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের বজলুর রশিদ ও নজরুল ইসলামের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় শামসুল ইসলামের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় একই গ্রামের বজলুর রশিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দামুড়হুদা থানা পুলিশ উভয়পক্ষকে নিয়ে শুক্রবার বেলা ১১টার দিকে থানা চত্বরে সালিশ বৈঠকে বসে।
সালিশের একপর্যায়ে দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বাদী নজরুল ইসলামের পক্ষ নিয়ে আক্রমনাত্মকভাবে ইস্রাফিলকে গালিগালাজ করতে থাকেন।

পরে তাকে চড়-থাপ্পড় কিল-ঘুষি ও গলা টিপে ধরে ধাক্কা মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Most Popular

Recent Comments