25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত

মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুরে
ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ে নিহত হয়েছেন সোহেল রানা (২৮) নামের এক মানসিক প্রতিবন্ধী।

আজ সোমবার (৮ মার্চ) সকাল ৮টায় দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীরা জানায়, সোহেল রানা একজন মানসিক প্রতিবন্ধী। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ। দামুড়হুদার মুক্তারপুর গ্রামে অবস্থিত মামা মিন্টু মিয়ার বাড়িতেই থাকতেন তিনি। আজ সোমবার সকালে চায়ের দোকানে বসেছিলেন তিনি। একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৪৮১) আসতে দেখে হঠাৎ দৌড়ে তার নিচে ঝাঁপ দেন সোহেল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Most Popular

Recent Comments