26.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeঅনুষ্ঠানদামুড়হুদা, কানাইডাঙ্গায় বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

দামুড়হুদা, কানাইডাঙ্গায় বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রাম ও যুবসমাজের উদ্যোগে বিরাট ঐতিহাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। গতকাল বুধবার (২০ই জানুয়ারি) উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজির আহম্মেদ ( সাধারণ সম্পাদক কার্পাসডাঙ্গা ইউনিয়ন শাখা),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আশরাফ আলী ( সাধারণ সম্পাদক ৭ নং কানাইডাঙ্গা ওয়ার্ড),মোঃ আসাদুজ্জামান ( ইউপি সদস্য কার্পাসডাঙ্গা ইউপি পরিষদ) এছাড়াও স্বাবেক ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ সিরাজুল ইসলাম ( সহ সভাপতি কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ)। প্রধান বক্তা ফুরফুরা শরীফের পীর হযরত আবু- বক্কর ( রা) এর ৩৫ তম বংসধর আবু বক্কর
আবুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাঈশী, দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউল্লা ( পটুয়াখালী), বিশেষ বক্তা ছিলেন মোঃ আবু- বক্কর সিদ্দিকী ( পেশ ইমাম কানাইডাঙ্গা মাঝপাড়া জামে মসজিদ) । এছাড়াও গ্রামের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments