14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeখেলার মাঠদামুড়হুদা, কানাইডাঙ্গা ক্রিকেট টুর্ণামেন্টের সুপার ফোরের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত আজ।

দামুড়হুদা, কানাইডাঙ্গা ক্রিকেট টুর্ণামেন্টের সুপার ফোরের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত আজ।

মোঃ-আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের যুবসমাজের উদ্যোগে কানাইডাঙ্গা ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১এর সুপার ফোরের দ্বিতীয় ও সর্বশেষ খেলাটি অনুষ্ঠিত। আজ রবিবার ( ১৪ই মার্চ) বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে খেলাটি শুরু হয়। টুর্ণামেন্টের সুপার ফোরের দ্বিতীয় খেলায় অংশ গ্রহন করেন সাড়াবাড়িয়া একাদশ ও মুক্তারপুর একাদশ। টসে জিতে সাড়াবাড়িয়া একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফলে নিদিষ্ট ১৫ ওভার শেষ তাদের সংগ্রহ ১৭০ রান।মেসের দ্বিতীয় ইনিংসে মুক্তারপুর একাদশের সামনে বড় রানের টার্গেট করার লক্ষে একটু তাড়াতাড়ি উইকেট হারিয়ে ফেলে, ফলে সব কয়টি উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয় তারা।সাড়াবাড়িয়া একাদশ ৭৪ রানের বড় জয়ের মধ্য দিয়ে তারা চরে গেলেন ফাইনালে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ সাজিদুল ইসলাম (৪০ বলে ৭০ রান)।
ফাইনাল খেলায় তাদের প্রতিপক্ষ দল হলো কানাইডাঙ্গা ইয়াং স্টার একাদশ। আজকের খেলায় আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেন মোঃ আলমগীর কবির লাভলু (কানাইডাঙ্গা সিপি) ও মোঃ জসিম উদ্দিন। টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন এলাকার কৃতি সন্তান কানাইডাঙ্গা ক্রিকেট একাদশের ক্যাপটেন মোঃ মোস্তফা কামাল ( কানাইডাঙ্গা খাল পাববস লিমিটেড)। উক্ত ফাইনাল খেলার দুই দলকে মানবতা টিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Most Popular

Recent Comments