আবদুল্লাহ আল মামুন :
ঢাকাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে কর্মরত সাংবাদিকদের মৌনমিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় ইউনিটি কার্যালয় থেকে মৌনমিছিল শুরু হয়ে ট্রাংক রোড, দোয়েল চত্ত্বর, খেজুর চত্ত্বর, বড় মসজিদ ও প্রেসক্লাব প্রাঙ্গণ পদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মানববন্ধনে মিলিত হয়।ইউনিটির সভাপতি ও দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিটির সাবেক সভাপতি ও এনটিভি/জনকষ্ঠ জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ মামুন, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর স্টাফ রিপোর্টার যতন মজুমদার, ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমীন রিজভী।এ সময় আরো বক্তব্য রাখেন যমুনা টিভি জেলা প্রতিনিধি আরিফুর রহমান, ইয়ুথ জানালিস্ট ফোরাম সভাপতি শাহজালাল ভূঁইয়া, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ইউনিটির সহ-সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, ইউনিটির কোষাধ্যক্ষ ও বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, ইউনিটির দপ্তর-প্রচার সম্পাদক ও মোহনা টিভি প্রতিনিধি তোফায়েল আহমদ নিলয়, ইউনিটির সদস্য ও দৈনিক প্রভাত আলো বার্তা সম্পাদক এম এ জাফর, দাগনভূঞা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইমাম হাসান কচি, সোনাগাজী প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক ইলিয়াস সুমন, ছাগলনাইয়া প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়াপয়গাম ছাগলনাইয়া প্রতিনিধি কাজী নুর আলম নিলু, দৈনিক নয়াপয়গাম সোনাগাজী প্রতিনিধি আলমগীর হোসেন,ফুলগাজীর সাংবাদিক মো: মোর্শেদ, নারী সাংবাদিক শারমিন আক্তার মিতু প্রমুখ।এছাড়াও মৌনমিছিল ও মানববন্ধনে ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, দৈনিক ফেনীর সময় স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, তাকওয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওসমান গণি রাসেল,দৈনিক স্বাধীন বাংলা জেলা প্রতিনিধি ও দৈনিক নয়াপয়গাম স্টাফ রিপোর্টার জাকারিয়া ভুঁইয়া, দৈনিক নয়াপয়গাম প্রতিবেদক আফতাব উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়।