18 C
Bangladesh
Wednesday, December 25, 2024
spot_imgspot_img
Homeআবহাওয়াদেশের চার সমুদ্র বন্দরে(০৩) নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।।

দেশের চার সমুদ্র বন্দরে(০৩) নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।।

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া প্রতিনিধি।।

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘূচাপটি আরও ঘনিভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনিভূত হয়ে শক্তি সঞ্চয় করতে পারে।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ আবহাওয়া দফতরের নিজস্ব ওয়েবসাইটে আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলাহয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘূচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘূচাপে পরিনত হয়েছে।এটি আরও ঘনিভূত হতে পারে।এরপ্রভাবে উত্তর-বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দর সমুহ ও উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকুলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই চট্রগ্রাম,কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে (০৩)তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের কে গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে।

লঘূচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল থেকে দমকা হাওয়া সহ থেমে থেমে গুরিগুরি বৃষ্টি পাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আজ রাত থেকে বৃষ্টির পরিমান আরও বারবে। আগানী ১৬ তারিখ পর্যন্ত বৈরী আবহাওয়া থাকবে বলে জানিয়েছ বেসরকারী আবহাওয়া সংস্থা( BWOT)।

Most Popular

Recent Comments