20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeনির্বাচননওগাঁর আত্রাইয়ে ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নওগাঁর আত্রাইয়ে ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের ভোটে নৌকা ২ এবং সতন্ত্র ও বিদ্রোহী ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

আজ ২৬ শে ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বেসরকারি ফলাফলে ১নং সাহাগোলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো.মামুনুর রশীদ প্রতীক ঢোল,২নং ভোঁপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মো.নাজিম উদ্দিন প্রতীক নৌকা, ৩নং আহসানগঞ্জ ইউনিয়নে সতন্ত্র প্রার্থী শেখ মো.মঞ্জুরুল আলম মঞ্জু,প্রতীক আনারস, ৪নং পাঁচুপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী খবিরুল ইসলাম,প্রতীক চশমা, ৫নং বিশা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো.তোফাজ্জল হোসেন তোফা,প্রতীক ঘোড়া,৬নং মনিয়ারী ইউনিয়নে সতন্ত্র প্রার্থী সাম্রাট হোসেন,প্রতীক মোটরসাইকেল, ৭নং কালিকাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নাজমুল হক নাদিম,প্রতীক নৌকা,৮নং হাটকালুপাড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো.আফজাল হোসেন, প্রতীক মোটরসাইকেল,বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো.আবুল কালম আজাদ বলেন, আমরা সবসময়েই চেষ্টা করি একটি সুষ্ঠ ভোট সম্পন্ন করার। এবারও আমাদের চেষ্টা ছিল। তাছাড়া প্রার্থীরা নির্বাচনী বিধি মোতাবেক কাজ করেছেন, প্রশাসন থেকেও জনগণকে আশ্বস্ত করা হয়েছিল। সার্বিক সমন্বয়ে জনগণ অনুপ্রাণিত হয়েছেন বলে সবাই ভোট কেন্দ্রে এসেছেন তাদের ভোটাধিকার প্রয়োগে।

এই কর্মকর্তা বলেন, আত্রাই উপজেলায় এই নির্বাচন একটি মডেল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, স্বজনপ্রীতি বা প্রভাবের কাছে আমরা নত হইনি। যে কারণে ভোটারদের কাঙ্ক্ষিত পরিবেশ উপহার দেওয়া সম্ভব হয়েছে।

Most Popular

Recent Comments