মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর আত্রাইয়ে আট ইউনিয়নে ৭৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
বিভিন্ন দিক ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ টির অধিক এবং ২৩ টির কম ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সর্বক্ষণিক পুলিশ,র্যাব,বিজিবি এবং আনসার বাহিনীর টহল থাকবে বলে আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ জানান।
থানা সূত্রে, সাহাগোলা ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ,ভোঁ-পাড়া ইউনিয়নে ৫টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, আহসানগঞ্জ ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ,পাঁচুপুর ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, বিশা ইউনিয়নে ৭টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, মনিয়ারী ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ,কালিকাপুর ইউনিয়নে ৫টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, হাটকালুপাড়া ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার শাহ মো.আবুল কালাম আজাদ জানান, আট ইউনিয়নে ৭৫ টি ভোট কেন্দ্র করা হয়েছে। আগামীকাল ২৬ ডিসেম্বর রবিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এবার আট ইউনিয়নের মধ্যে শুধু পাঁচুপুর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আট ইউনিয়নের ৭৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৪টি অধিক এবং ২৩টি কম ঝুঁকিপূর্ণ হিসাবে রয়েছে।
ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ী ফিরতে পারেন সে লক্ষ্যে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেই সাথে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সর্বাক্ষণিক পুলিশ,র্যাব,বিজিবি এবং আনসার বাহিনীর টহল অব্যাহত থাকবে।