20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeনিখোঁজনওগাঁর আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

নওগাঁর আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঃ

নওগাঁর ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে মতিষ পাহান (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত রবিবার বিকালে পার্শ্ববর্তী আত্রাই নদীর পশ্চিম পাশে শিমুলতলী সেতুর আনুমানিক ৪১০ গজ উত্তর দিকে বড়শি দিয়ে মাছ ধরা অবস্থায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ মতিষ পাহান উপজেলার ৮ নম্বর খেলনা ইউনিয়ন রসপুর গ্রামের মৃত শুকরা পাহানের ছেলে।

এলাকাবাসী জানায়, নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পত্নীতলা উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে উদ্ধার অভিযান চালাতে দেখা গেছে।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। নিখোঁজ ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

Most Popular

Recent Comments