20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeমাদকনওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরের চাঁপাডাল থেকে চোলাইমদসহ শাওন বাবু ওরফে কমলেশ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (১১ আগস্ট)সন্ধ্যায় উপজেলার চাঁপাডাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শাওন বাবু জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালগঞ্জ রেলগেট (খালাসীপাড়া) গ্রামের মৃত রতন বাবু গুরুচরন এর ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপির চাঁপাডাল গ্রামে অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এ সময় ৩০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শাওন বাবু ওরফে কমলেশকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন বাবু দীর্ঘদিন ধরে চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Most Popular

Recent Comments