15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeপশু-পাখিনওগাঁর ধামইরহাটে একটি গাভীর এক সঙ্গে দুটি বাচ্চা প্রসব, উৎসুক জনতার ভিড়

নওগাঁর ধামইরহাটে একটি গাভীর এক সঙ্গে দুটি বাচ্চা প্রসব, উৎসুক জনতার ভিড়

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ– নওগাঁর ধামইরহাটে একটি দেশী প্রজাতী গাভী এক সাথে দু’টি বাছুর প্রসব করেছে। জানা গেছে, উপজেলার উত্তর দৃর্গাপুর গ্রামের কৃষক মোঃ রাইহান হোসেনের একটি গাভী লাল রংয়ের দুটি বাছুর প্রসব করে। এর মধ্যে একটি এঁড়ে ও অপরটি বকনা। একসাথে দু’টি বাছুর প্রসব করায় এলাকার কৌতূহলী জনসাধারণ ওই গরুর মালিকের বাড়িতে বাছুর দুটি এক নজর দেখার জন্য ভিড় করছেন। অনেকে আবার শখের বশে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারসহ নানান সামাজিক মাধ্যমে পোষ্ট করছেন।
গাভীটির মালিক রায়হান হোসেন জানান, তিনি হাট থেকে ৩ মাসের একটি গর্ভবতী গাভী ক্রয় করেন। এর পর থেকে গাভীটি পরিচর্চার মাধ্যমে গত ১৭ সেপ্টম্বর শুক্রবার এক সঙ্গে দুটি বাচ্চা প্রসব করে। বর্তমানে বাচ্চা দুটি ও গাভী সুস্থ রয়েছে। গাভীটি এক সঙ্গে দু’টি বাচ্চা প্রসব করায় তিনি বেশ খুঁশি।
এই বিষয়ে গ্রাম্য একাধিক পশু চিকিৎসক জানান, গাভীর ২টি ডিম্বানুর সৃষ্টি হওয়ায় ২টি বাছুর জন্ম নিয়েছে।

          

Most Popular

Recent Comments