17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতমাদকনওগাঁর ধামইরহাটে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার ধামইরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ মো. গোল্ডেন (২৬) নামের একজন যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর,শনিবার রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের কাদিপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আসামি হলো একই এলাকার আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা গেছে, ঘটনার দিনগত রাতে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে ডিবি পুলিশের এসআই মো. মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে ওই এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে আজ নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments