21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeবিক্ষোভনওগাঁর ধামুইরহাটে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ...

নওগাঁর ধামুইরহাটে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যার সাথে জড়িত হাসিনা সরকারের দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করা হয়েছে।বুধবার (১৪ আগষ্ট) দুপুর বারোটার সময় উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শাখা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক শোভাযাত্রা বের করা হয়। এরপর বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভাকে কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে উপজেলা পৌরসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মীদের উপস্থিতি বেরে যায়। এসময় সম্প্রতি কোটা আন্দোলন কেন্দ্র করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যায় জড়িত হাসিনা সরকারের দোসরদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন নেতৃবৃন্দরা।আলোচনা সভায় গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে আবু সাঈদ ও মীর মুগ্ধসহ সকল শহীদ ছাত্র জনতার প্রতি গভীর শ্রদ্ধা এবং দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার কারা মুক্তি পাওয়ায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফেরদৌস হাসান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী সাহান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, বিএনপি নেতা হানজালা, আগ্রাদ্বীগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক প্রমুখ।

Most Popular

Recent Comments