25.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁর ধামুইরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর ধামুইরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে,নিহত ভ্যান চালক তার ভ্যানের ব্যাটারিতে চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শক খেয়ে মারা গেছেন বলে জানা গেছে।

২৯ আগস্ট, রবিবার বেলা ১১টার দিকে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের কর্ণাই গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর ছাত্তার (৪৩) ঐ গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহত ব্যক্তির পরিবার ও ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন জানান, আব্দুর ছাত্তার প্রতিদিনের মতো রবিবার সকালে ভ্যানে ব্যাটারিতে চার্জ করতে গিয়ে দেখেন বিদ্যুতের লাইনে কাজ হচ্ছে না। তাই তিনি বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

“পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
অফিসার ইনচার্জ (ওসি) আরো জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে দুপুর ১টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্থান্তর করা হয়েছে।

Most Popular

Recent Comments