15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁর নিয়ামতপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর ধর্ষণ মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানার পুলিশ।
২ ফেব্রুয়ারি,বুধবার সকালে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে নিয়ামতপুর থানায় গ্রেফতার করে নিয়ে আসা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল ১লা ফেব্রুয়ারি,মঙ্গলবার বিকেলে ওই শিশুকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে ঐ কিশোর।ধর্ষণের ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে ওই শিশুটি। পরে তাকে উপজেলা সদরের হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে রাজশাহী মেডিকেলে পাঠান চিকিৎসকেরা।

ভুক্তভোগীর মা বলেন, কিশোর আমাদের প্রতিবেশী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমার ৫ বছরের মেয়ে বাড়ি আসলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখি। মেয়েকে জিজ্ঞেস করলে কোনো কথা না বলেই অজ্ঞান হয়ে যায়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু আইনে মামলা হয়েছে। ওই কিশোরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

Most Popular

Recent Comments