14.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeদিবসনওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পানি দিবস পালিত""

নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পানি দিবস পালিত””

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ভূগর্ভস্থ পানি অফুরন্ত দান নয় অধিক উত্তোলনের ঝুঁকি রয়, স্তর নামলে নিশ্চিত বিপর্যয়। ” নদী, খালে, বিলে করলে পানি ধারণ, ভূগর্ভস্থ পানির হবে পুনঃজাগরন”। প্রকৃতি ও পরিবেশ পানি শুরু পানিই শেষ ” স্লোগানগুলোকে সামনে রেখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম প্রমূখ।
আলোচনা সভায় পানির অপচয় রোধ এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো নিয়ে বিস্তর আলোচনা করেন বক্তারা।

Most Popular

Recent Comments