18 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁর নিয়ামতপুরে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ একজন আটক

নওগাঁর নিয়ামতপুরে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ একজন আটক

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার নিয়ামতপুরে র‍্যাব অভিযান চালিয়ে মোঃ রেজাবুল (৩৫) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে।

গতকাল ২৪ জানুয়ারি,সোমবার দিবাগত রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সারোলডাঙ্গা বাজার এলাকায় ধৃত ব্যক্তির কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

আটক ব্যক্তি হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের খের শুকনা গ্রামের মৃত জইম উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী ও এবং লে. কমান্ডার রুহ-ফি-তহমিন তৌকির’র নেতৃত্বে র‌্যাবের একটি দল সোমবার রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সারোলডাঙ্গা বাজারস্থ ওয়াক্তিয়া মসজিদের পাশে অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

Most Popular

Recent Comments