17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁর পত্নীতলায় অটোচার্জার চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর পত্নীতলায় অটোচার্জার চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অটো-চার্জার ভ্যানগাড়ির চাপায় আরিফা খাতুন বন্যা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৪ আগস্ট,মঙ্গলবার উপজেলার মহেশপুর গ্রামের বামইল শাখা সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ি গ্রামের আনারুল ইসলামের কন্যা।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মহেশপুর-বামইল শাখা সড়কের পাশে শিশু বন্যা খেলা করছিলো। হঠাৎ শিশুটি দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি অটো-চার্জার ভ্যানগাড়ি রাস্তার পাশে থাকা বন্যাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে আহত বন্যাকে ওই গাড়িতেই পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে অবস্থার অবনতির আশঙ্কা দেখা দিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণকালে পথিমধ্যেই সে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, নিহত শিশুর পরিবার থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Most Popular

Recent Comments