17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeচাকরিনওগাঁর পত্নীতলায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেল জিহাদ

নওগাঁর পত্নীতলায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেল জিহাদ

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের খিরসিন গ্রামের গরীব কৃষক আব্দুস সালামের ছেলে জিহাদ আল নয়ন। বাড়ী ছাড়া এক ছটকও জমি নেই তাদের। ছোটবেলা থেকেই স্বপ্ন পুলিশের চাকরি করে দেশের দশের সেবা করার, কিন্তু মানুষের কাছে শুনতেন পুলিশের চাকরি নিতে নাকি অনেক টাকা লাগে। তার মায়েরও স্বপ্ন ছিল ছেলেকে পুলিশের পোশাকে দেখবার। তার মা আর বেঁচে নেই ।জিহাদ স্থানীয় খিরসিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে নজিপুরে উচ্চমাধ্যমিক পড়ছে, এরি মধ্যে পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ১২০ টাকা পরীক্ষার ফি দিয়ে অনলাইনে আবেদন করেন, এরপর পরীক্ষার ডাক পান জিহাদ, শারিরীক ফিটনেস, হাই জাম্প, লং জাম্প, লিখিত, মৌখিক,ধাপে দাপে বিভিন্ন পরীক্ষায় পেরিয়ে গত ৩০ মার্চ সে পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে নির্বাচিত হয়। জিহাদ বলেন টাকা ছাড়াই চাকুরী পেয়েছি তার কাছে যেন স্বপনের মত মনে হচ্ছে। সে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ এবং নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া কে।

ছেলের চাকুরির খবরে তার বৃদ্ধ পিতা আব্দুস সালাম আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন টাকা ছাড়া ছেলের পুলিশে চাকুরি হাওয়াই , মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন তিন।

Most Popular

Recent Comments