মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে জনতার হাতে চোর আটকের ঘটনা ঘটেছে।
১৫ সেপ্টেম্বর,বুধবার বিকেল ৫টার পর পাহাড়পুর বাজারে ভাটা বাবুর ধান,পাটের গুদামে প্রকাশ্য দিবালোকে এ-ই চুরির ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা গেছে,ঐতিহাসিক পাহাড়পুর বাজারে বাবুর গুদামের ম্যানেজারের অনুপস্থিতিতে ৩০ বছর বয়সী এক যুবক টাকা রাখার ড্রয়ারের তালা লোহার লড দিয়ে চাবি খুলে নব্বই হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যেতে চাইলে এক পুলিশ কনস্টেবল তাকে হাতেনাতে আটক করে গুদাম মালিকের হাতে তুলে দেন।
গুদাম মালিকসহ শত শত জনসাধারণ চোরকে উত্তমমধ্যম দিলে ও সেখানে আর কোন পুলিশ সদস্যের দেখা মিলেনি।
সাংবাদিকরা চোরকে তার ঠিকানা জিজ্ঞেস করলে চোর জানায়,তার নাম সুমন,বাড়ি রাজশাহীর পুঠিয়ায়।
এ ব্যাপারে পাহাড়পুর পুলিশ ফাঁড়ির এসআই সালাউদ্দিন আল মামুন জানান,আমি বিষয়টি শুনেছি,এক অসুস্থ্য আসামিকে নিয়ে হাসপাতালে থাকায় ঘটনাস্থলে উপস্থিত হতে পারিনি।
এ-র পরে রাত সাড়ে ৭ টার দিকে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোরের উপস্থিতিতে চোরকে থানায় সোপর্দ করা হয়।