মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্তে মঙ্গলবার রাতে আরিফ(২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। সে উপজেলার আমদা দক্ষিনপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সূত্রমতে, আরিফ মঙ্গলবার সন্ধায় সীমান্তের ২৩০ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৫৯ বিএসএফ হরিশচন্দ্রপুর ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে। এবিষয়ে জানতে চাইলে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার নুরুল ইসলাম জানান, আরিফের আটকের কথা নিশ্চিত হয়ে তারা পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছিলেন। সে মোতাবেক বুধবার দুপুরের আগে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আরিফকে ফেরৎ দিয়েছে। তবে আরিফ ভারতের এক মেলায় ঘুরাঘুরি করচিলো সেসময় বিএসএফ সদস্যরা তাকে আটক করেছিল বলে তিনি জানান। অপরদিকে মঙ্গলবার সকালে নিজ জমিতে রোপনকৃত বোরোখেতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে আটক কৃষক মামুনকে ফেরৎ দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। একইদিন বিকালে সীমান্তের ২৩১ নং পিলার এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবি’র নিকট ফেরৎ দেওয়া হয়। এতে বিজিবি পক্ষে নেতৃত্বদেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার নুরুল ইসলাম। অপরপক্ষে বিএসএফ এর পক্ষে নেতৃত্বদেন ১৫৯ বিএসএফ কেদারীপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লিটেন মিনার। দুপক্ষের মধ্যে সোহার্দপূর্ণ ভাবে বৈঠক শেষে মামুনকে ফেরৎ দেওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে।