26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁর বদলগাছীতে অবৈধ মাটি কর্তনে হুমকির মুখে পল্লী বিদ্যুতের খুঁটি,রহস্যজনক কারণে নিরবপ্রশাসন

নওগাঁর বদলগাছীতে অবৈধ মাটি কর্তনে হুমকির মুখে পল্লী বিদ্যুতের খুঁটি,রহস্যজনক কারণে নিরবপ্রশাসন

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ফসলি জমির মাটি কর্তনের ফলে হুমকিতে পল্লী বিদ‍্যুতের খুঁটি এবং উপড়ে ফেলা হলো বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ (বিএমডিএ) এর গভীর নলকূপের পানি সরবরাহ পাইপ।
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপি’র কসবা গ্রামের ফসলি জমির মাটি কর্তনের ফলে নওগাঁ পল্লী বিদ‍্যুতের ইঅউ-২ই-৬৪-১৯-২৫-৪২-৩ নম্বর খুটিটি হুমকিতে। ফসলী জমির মাটি কর্তনের ফলে বরেন্দ্র গভীর নলকূপের ৮০ফিট পাইপ উপড়ে ফেলেছে মাটি খেকুরা। জমির মালিক
আলেয়া বেগম বলেন, ধান হয় না তাই মাত্র ২০হাজার টাকায় জমির মাটি বিক্রি করেন। এভাবে তিনি নিজের প্রায় ৪ বিঘা জমির মাটি বিক্রয় করেন টাকার বিনিময়ে। আশে পাশের প্রায় একশত বিঘা জমির মাটি কর্তন করলেও প্রশাসন আজ পর্যন্ত কোন ব‍্যবস্থা গ্রহণ করেনি। রহস্যজনক কারণে নিরব রয়েছে প্রশাসন।

সরেজমিনে উপজেলার কসবা গ্রামে গিয়ে দেখা যায়, আশেপাশের প্রায় জমির ৪ফিটের অধিক মাটি কর্তনের মহাযজ্ঞ। সরকারি অনুমতি ছাড়াই ফসলী জমির মাটি বিক্রয়ের চলছে মহোৎসব।
অসীম পাহানসহ স্থানীয় কৃষকরা জানান, আমাদের জমির আশেপাশের সকল জমির মাটি বিক্রি হয়ে গেছে। সে জন‍্য চারিদিকের জমির মাটি নিচু হয়ে গেছে। আমাদেরকেও হয়তো বিক্রি করতে হবে নয়তো জমির মাটি বর্ষায় ভেঙ্গে যাবে। তারা আরো বলেন, দেশে আইন আছে, প্রয়োগ নেই, থাকলে এইভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কর্তন হতো না। মাটি কাটার কারণে রাস্তাঘাটও নষ্ট হয়ে যাচ্ছে।
কসবা গ্রামের নুনিয়াসহ একাধিক কৃষক বলেন, জমির মাটি বিক্রি করাতে গভীর নলকূপের পাইপ উপড়ে ফেলেছে এবং পল্লী বিদ‍্যুতের খুটিও হুমকিতে। বর্ষায় যে কোন সময় পড়ে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ জন‍্য কারা দায়ী।

এ ব‍্যাপারে মাটি ব‍্যবসায়ী নাজমূল বলেন, আমরা ব‍্যাবস‍া করছি। জমির মালিক কারো অনুমতি নিয়েছে কিনা জানিনা। আমি টাকা দিয়ে মাটি কেটেছি। কিছু বলার থাকলে জমির
মালিককে বলেন।

এ ব‍্যাপারে ভূমি সহকারী গোলাম মোস্তফা বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। তাদেরকে মাটি কাটতে নিষেধ করে এসেছি। এখন পর্যন্ত কোন মামলা দিলেন না কেন বা পদক্ষেপ নিলেন না কেন প্রশ্ন করলে কোন সদুত্তর দিতে পারেনি।

এব‍্যাপারে নওগাঁ পল্লী বিদ‍্যুৎ সমিতি বদলগাছী’র ডিজিএম রফিকুল ইসলাম বলেন, আমি
ঘটনাটি জেনে সেখানে লোক পাঠাইছি। এখন সমস্যা নেই কিন্তু বর্ষায় সমস্যা হতে পারে।
এ ব‍্যাপারে জরিমানা করা হবে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বদলগাছীর সহকারী প্রকৌশলী হারুন-অর রশিদ বলেন, মাটি কাটার ফলে গভীর নলকূপের ৮০ফিট পাইপ উপড়ে ফেলা হয়েছে। তাদেরকে নিজ খরচে পাইপ বসাতে বলা হয়েছে।

এ ব‍্যাপারে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, বিষয়টি
পল্লী বিদ‍্যুতের ডিজিএম কে জানান।

Most Popular

Recent Comments