17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকৃষি ও প্রকৃতিনওগাঁর বদলগাছীতে কৃষিজমি দখল করে পুকুর খননের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে কৃষিজমি দখল করে পুকুর খননের অভিযোগ

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের আবাদি জমি জোরপূর্বক দখল করে পুকুর খনন করার অভিযোগ স্থানীয় প্রভাবশালী মোঃ আহসানুল কবির (চাঁনমিয়া) এর বিরূদ্ধে। অভিযুক্ত মোঃ আহসানুল কবির (চাঁনমিয়া) উপজেলার ভগবানপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। ন্যায় বিচারের জন্য ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ডি এম এনামুল হক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করলেও কোনোপদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। ক্ষতিগ্রস্ত জমির মালিক বীর মুক্তিযোদ্ধা ডি, এম এনামুল হক জানান, বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের ভগবানপুর মৌজার সাবেক খতিয়ান নং-২৪ ও সাবেক দাগ নং-৩৮৮, মোট জমির পরিমাণ ১৯ শতক। পৈত্রিক সূত্রে আমি উক্ত জমির মালিক। ১৯শতক জমির
মধ্যে ১ শতাংশ জমি মোঃ আহসানুল কবির (চাঁনমিয়া) গায়ের জোরে এবং আমার
অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে দখল করে বিধি বহির্ভূতভাবে কৃষি
জমিতে পুকুর খনন করছে। এ ব্যাপারে আমি গত ০৮ ফেব্রুয়ারি থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি আপোষ মিমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে থানায় বসা হয়। সেখানে সিদ্ধান্ত হয় উভয়ের কাগজপত্র নিয়ে দু’পক্ষের আইনজীবির সমন্বয়ে
সরেজমিনে সার্ভেয়ার দ্বারা মাপ করে শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে। কিন্তু থানা
কর্তৃপক্ষের সেই সিদ্ধান্তের তোয়াক্কা না করে মোঃ আহসানুল কবির (চাঁনমিয়া) আমার কৃষি জমিতে জোরপূর্বক পুকুর খনন করছেন। থানার সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করা এবং প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বরাবর অভিযোগ করা হলেও তিনি কোনও পদক্ষেপ গ্রহন করেন নি। পুকুর খনন অব্যাহত
রয়েছে।

তবে অভিযুক্ত আহসানুল কবির বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কারো জমি দখল করিনি।
আমার পৈত্রিক জমিতে আমি পুকুর খনন করছি। এতে কারো অসুবিধা হওয়ার কথা না।
এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মনোয়ার হোসেন বলেন, ডিএম এনামুল হকের অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দু’পক্ষের আইনজীবির
সমন্বয়ে সরেজমিনে সার্ভেয়ার দ্বারা মাপ করে শান্তিপূর্ণভাবে সমাধান করার পরামর্শ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী তহশীলদার ও ইউএলও কে দায়িত্ব দেওয়া হয়েছে।

Most Popular

Recent Comments