24.4 C
Bangladesh
Friday, January 10, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁর বদলগাছীতে চাচার হাতে ভাতিজা খুন।

নওগাঁর বদলগাছীতে চাচার হাতে ভাতিজা খুন।

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দূর্গাপুর মৌজার সন্ন্যাসতলায় নিজের চাচার হাতে ভাতিজাকে হত্যার ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তির নাম জবাইদুল ইসলাম (৫১)।সে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের সন্যাসতলার মৃত উমর আলির ছেলে।

৩রা ডিসেম্বর, শুক্রবার সকাল দশটায় জমিজমা সংক্রান্ত জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,নিহত জবাইদুলের চাচা আব্দুল খালেক এবং তার ছেলে বেলাল হোসেন মিলে নিজের ভাতিজা জবাইদুলকে লাঠি ও কোদাল দিয়ে আঘাত করতে থাকে একপর্যায়ে সে মাটিতে অচেতন হয়ে শুয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে গিয়ে মাথায় পানি দেয়া হয়।তারপর ঐতিহাসিক পাহাড়পুর বাজারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে জয়পুরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে নেওয়ার পর দুপুর ২ টায় তার মৃত্যু হয়।হত্যাকারী ব্যক্তিদের অভিযোগ নিহত জবাইদুল গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছে।উল্লেখ্য যে ঘাতক আব্দুল খালেক সন্ন্যাসতলার ম্যাজিস্ট্রেট (বর্তমান পশ্চিমবঙ্গ রেলওয়ে সম্পদ কর্মকর্তা) মোঃ রেজাউল ইসলামের বাবা।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ(ওসি) আতিকুল ইসলাম জানান,দুই জনকে আসামী করে একটি মামলা হয়েছে। আসামী পালাতক থাকায় আটক করা সম্ভব হয়নি।

Most Popular

Recent Comments