17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeঅনুদাননওগাঁর বদলগাছীতে জাসদের সভাপতি মোঃ শহিদুল ইসলামের ব্যক্তি উদ্যোগে শতাধিক দুঃস্থ ও...

নওগাঁর বদলগাছীতে জাসদের সভাপতি মোঃ শহিদুল ইসলামের ব্যক্তি উদ্যোগে শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে জাসদ বদলগাছী উপজেলা সভাপতি শহীদুল ইসলামের উদ্যোগে
অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৯আগস্ট বেলা ১২
টায় দলের অস্থায়ী কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন নওগাঁ জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক বীর
মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী।
এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন, দেশে দ্বিতীয় দফায়
করোনার সংক্রমণ বৃদ্ধির পর সাধারণ মানুষ কর্মহীন, অসহায় ও দিশেহারা হয়ে পড়েছে।
তাদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
শহীদুল ইসলাম বলেন, করোনার দ্বিতীয় ধাপে অনেক মানুষ অসহায় ও কর্মহীন হয়েছে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ দুঃস্থ ও অসহায় শতাধিক পরিবারের মধ্যে
চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থা বদলগাছী’র সহ-সভাপতি
এনামুল কবীর এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সাংগঠনিক
সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন এবং জাসদের নেতৃবৃন্দ।

Most Popular

Recent Comments