28.5 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeমেলানওগাঁর বদলগাছীতে দিনব্যাপী প্রণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে

নওগাঁর বদলগাছীতে দিনব্যাপী প্রণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ ইং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি.টি.সি (এলডিডিপি) ঢাকার ড. মোঃ গোলাম রাব্বানী, নওগাঁ জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দীন ও বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জিয়াউর রহমান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সহিদুল ইসলাম ও সমবায় কর্মকর্তা লুৎফর রহমান প্রমূখ। এই প্রদর্শনী মেলায় প্রায় একশত জন ব্যক্তিকে পশুপালনে উদ্বুদ্ধকরণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকতা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন ও পশুপালনের উৎসাহিত করেন। বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রদর্শনীর মেলার আয়োজন করেন। এ মেলায় বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি ,ভেড়া ,কবুতর বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করা হয়। মেলায় মোট স্টলের সংখ্যা ছিলো ২৪টি।

Most Popular

Recent Comments