মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন নওগাঁর নবাগত জেলা প্রশাসক মো. গোলাম মওলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ ঘটিকায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের সভাপতি মোঃ ইমামুল আল হাসান তিতু,সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো.আতিয়ার রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।মতবিনিময় সভায় বক্তারা বদলগাছী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক মো. গোলাম মওলা মনোযোগ দিয়ে এসব সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।