17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeদিবসনওগাঁর বদলগাছীতে নারী দিবসে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে নারী দিবসে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী দিবসে বদলগাছীতে এক ব্যতিক্রমী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা হাটে
CWFD(কনসার্নড উইমেনফর ফ‍্যামেলি ডেভেলপমেন্ট ) উদ্যোগে এ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের করা হয়।
র‌্যালিটি গোবরচাপা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ৫১জন নারী বাইসাইকেল নিয়ে অংশ নেয়।
সাইকেল র‌্যালির উদ্দেশ্যে হলো রাস্তায় নারীদের হয়রানিকে না বলুন এবং নিরাপদ স্থান তৈরি করুন।
CWFD,আগামীর পথে কর্মসূচি নারীও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ২০২০সাল থেকে প্রত‍্যেক ইউনিয়নে কাজ করছে। গ্লোবাল আফেয়ার কাউন্সিল এর অর্থায়নে মানুষ মানুষের জন‍্য ফাউন্ডেশনের সহযোগিতায় CWFD (
আয়োজনে র‍্যালিতে এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো অডিনেটর রেহানা পারভীন,প্রোগ্রাম অফিসার জুলেখা আকতার,আমিনুল ইসলাম AFF,আফরিন সুলতানা FF,বদলগাছী থানার এ এস আই মিথুন, পুলিশ সদস্য ওয়াহিদ,আবু বক্কর সিদ্দিক,সুমন আলীসহ সঙ্গীয় ফোর্স,সাংবাদিক বৃন্দ।

Most Popular

Recent Comments