20.3 C
Bangladesh
Wednesday, December 25, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁর বদলগাছীতে ভটভটি উল্টে বিস্কুট ব্যবসায়ীর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে ভটভটি উল্টে বিস্কুট ব্যবসায়ীর মৃত্যু

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ভটভটি উল্টে এক বিস্কুট ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত বিস্কুট ব্যবসায়ি গুলজার হোসেন (৫০)।বাড়ি উপজেলার কোলা ইউপি’র পুকুরিয়া গ্রামে।

বদলগাছী উপজেলাধীন পুকুরিয়া গ্রামের ক্ষুদ্র বিস্কুট ব্যবসায়ি গুলজার হোসেন (৫০)সড়ক দুর্ঘটনায় ভটভটি উল্টে মৃত্যু বরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ৮ টায় গোবরচাঁপা হাট থেকে ভটভটি যোগে ফিরছিলো গোলজার। আধাইপুর ইউপি’র চড়ুই হাসা নামক স্থানে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়। ভটভটির চালক তার ছেলে সুজন অক্ষত আছে বলে জানান স্থানীয়ারা। গোলজার উপজেলার বিভিন্ন হাটে বিস্কুট বিক্রির ব্যবসা করতো।

এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে এবং পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Most Popular

Recent Comments