12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসনওগাঁর বদলগাছীতে মাধ্যমিক শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে গ্রহণ করছে করোনা টিকা

নওগাঁর বদলগাছীতে মাধ্যমিক শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে গ্রহণ করছে করোনা টিকা

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছীর বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় করোনা টিকা কেন্দ্রে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় করোনা টিকা কেন্দ্রে, একই সময়ে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজারেরও বেশি শিক্ষার্থী করোনার প্রথম ডোজ টিকা গ্রহণের জন্য এ কেন্দ্রে ভিড় জমান।শিক্ষাপ্রতিষ্ঠানের ঘোষিত সময় সকাল সাড়ে নয় ঘটিকা হলেও টিকা দেওয়া কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে দশ টায়। এতে করে উক্ত কেন্দ্রে শিক্ষার্থীদের এ সমগম ঘটে। কেন্দ্রটি সরেজমিনে পর্যবেক্ষণকালে কেন্দ্রের আওতাভুক্ত শিবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানাযায়। শিক্ষার্থীদের সঙ্গে আসা বেশকিছু অভিভাবক অভিযোগ দিয়ে বলেন, টিকা দেওয়া শুরুর পূর্বমহূর্ত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে কাওকে স্বাস্থ্য-বিধি মেনে চলতে লক্ষ্য করেননি। এখন টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে, একজনের কাঁধে আরেকজন নিশ্বাস ফেলছে আবার কেন্দ্রের বারান্দায় জটলা বেঁধে শিক্ষার্থীরা উঠছে আবার শিক্ষকরা ঠেঁলে নামিয়ে দিচ্ছে, এতে করে কি স্বাস্থ্য-বিধি মানছে? কর্তৃপক্ষ দেখেও যেন তাদের কোনো মাথা ব্যথা নেই এব্যাপারে। কিছু অভিভাবক বলেন,শিক্ষার্থীরা করোনা টিকা নিতে এসে তো , করোনার ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে। তার থেকে তো ভালো ছিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে স্ব-স্ব বিদ্যালয়ে করোনা টিকা দেওয়া। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে টিকা দেওয়ার কি প্রয়োজন।

Most Popular

Recent Comments