মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে বরাদ্দ না আসায় মুক্তিযোদ্ধাদের জন্য বিশ্ষে ঋণ সুবিধা ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকায় উন্নীত করা হলেও সোনালী ব্যাংক ‘ বদলগাছী উপজেলা শাখা ব্যবস্থাপক ঋণ দিতে পারছে না বলে উপজেলার কতিপয় মুক্তিযোদ্ধাদের ভাষ্যে জানা গেছে।। ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে অনু্িষ্টত সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ৭৩৫ তম সভায় গত ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখের অনু্িষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৪৪ তম সভায় অনুমোদিত সরকারী ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিশেষ ঋণ কর্মসুচি নীতিমালা (সংশোধনীসহ) এর অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে বর্ণিত মাসিক কিস্তি বিবেচনায় শুধুমাত্র সর্বোচ্চ ঋণ সীমা ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকায় উন্নীত করে এবং শাখা প্রধানদের ঋণ মঞ্জুরি ক্ষমতা ৩ লাখ টাকা হতে ৫ লাখ টাকায় উন্নীত করে সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়েছে ।
যা ০৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে অনু্ষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৩৬ তম সভায় নিশ্চিত করা হয়েছে । বার্ষিক ৭.০০% সরল সুদ হারে ০৩ (তিন) মাস গ্রেস পিরিয়ড বাদে ৮.৮৫৪.০০টাকা মাসিক কিস্তিতে ৬৯ কিস্তিতে পরিশোধযোগ্য করে। উপরোক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের যথাযত ব্যবস্থা গ্রহনের জন্য সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয,ঢাকা, জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন। প্রধান কার্যালয় পরিপত্র নম্বরঃ৩৬ এবং জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন পরিপত্র নম্বর ৬৩ দ্বারা মোঃ মহাতাব হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার ও সরদার মুজিবুর রহমান জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এর স্বাক্ষরিত ১৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখের পত্র দ্বারা এজিএম/ ম্যানেজার সকল শাখা,নওগাঁদ্বয়কে অবগত করানো হয়।। ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিশ্ষে ঋণ সুবিধা ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা উন্নীত করণ করে তা মঞ্জুরী দেওয়ার ক্ষমতা শাখা প্রধানদের দিয়ে চিঠি এলেও বরাদ্দ না আসায় মুক্তিযোদ্ধারা ঋণ পাচ্ছেন না বলে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সহ কতিপয় মুক্তিযোদ্ধারা বলেন। সরকারী ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ঋণ সুবিধা ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকায় উন্নীত করে তা মঞ্জুরী দেওয়ার ক্ষমতা শাখা প্রধানদের দিয়ে ঋণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান কার্যালয় কর্তৃক প্রেরিত পত্র প্রাপ্তির কথা সোনালী ব্যাংক, বদলগাছী উপজেলা শাখা ব্যবস্থাপক এস.এম রাসেদুল ইসলাম জানান। তিনি আরও বলেন বরাদ্দ পেলেই নীতিমালা অনুযায়ী বদলগাছী উপজেলার ঋণ প্রাপ্তির জন্য আবেদনকারী মুক্তিযোদ্ধাদের মাঝে বরাদ্দ অনুযায়ী যতজন মুক্তিযোদ্ধাদেরকে ঋণ দেওয়া যায় তাদেরকে ঋণ প্রদান করবেন।