17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁর বদলগাছীতে যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে স্বপন হোসেন (২৪) নামের এক যুবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মৃত স্বপন হোসেন উপজেলার বলরামপুর গ্রামের মোঃ খাজা মীর এর তৃতীয় সন্তান। তিনি নওগাঁর বেসরকারি একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানাযায়, গত ২১ শে জানুয়ারি শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাতটায় মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে উপজেলার শ্রীরামপুর- বলরামপুর সড়কের মাঝ রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। অপরিচিত এক অটো-ভ্যান চালাক মোটরসাইকেলটি দোমরা-মোচরা অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে, তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে ২৩ শে জানুয়ারি রবিবার বিকেল পনেপাঁচটায় তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে, দুর্ঘটনাটি কেউ সচোক্ষে না দেখলেও তাকে ট্র্যাকে চাঁপা দিয়েছে বলে এলাকাবাসী মনে করছেন

Most Popular

Recent Comments