14.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁর বদলগাছীতে সরকারী রাস্তার শ্রেনী পরিবর্তন না করে ক্যানেল খননের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে সরকারী রাস্তার শ্রেনী পরিবর্তন না করে ক্যানেল খননের অভিযোগ

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর বদলগাছীতে ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ৫নং কোলা ইউনিয়নের পুর্ব বনগ্রাম মৌজার হাল ৭৭০ নং এবং ৭৫০ নম্বর দাগে রাস্তার জমির শ্রেণী পরিবর্তন না করে এবং প্রকল্প ও বরাদ্দবিহীন অবস্থায় কোলা ইউনিয়নের বেজরার ব্রীজ থেকে ভাঙ্গাগাড়ী পর্যন্ত ৪ হাজার ২শত ফুট দৈঘ্য ক্যানেল ভিকো মেশিন দিয়ে খনন করার অভিযোগ উঠেছে এলাকাবাসীর তরফ থেকে। কোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ও সদ্য নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম (স্বপন)। ক্যানেলটি খননের পুর্বে গত আমন মৌশুমে আধা পাঁকা আমন ধান মাঠে থাকা অবস্থায় বদলগাছী ভুমি অফিসের লোক দ্বারা বেজরার ব্রীজ হতে পুর্ব বনগ্রাম মৌজার ভাঙ্গাগাড়ী পর্যন্ত মাপ যোগ করে লাল ফ্লাগ দিয়ে সীমানা নিদ্ধারন করে এবং পরে ক্যানেল খনন করে। এলাকাবাসী বলেন খননকৃত ক্যানেলের পশ্চিম -দক্ষিণ পার্শ্বে কয়াভবানীপুর গ্রামের ধার দিয়ে বহু পুর্ব হতে মাঠের পানি নিস্কাঃশন হতো। কিন্ত পানি নিস্কাশনের ঐ নিচু জমি (ক্যানেল) খনন না করে রাস্তার জমিতে ক্যানেল খনন করার বিষয়টি রহস্যজনক বলে এলাকাবাসী অভিমত প্রকাশ করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম (স্বপন) সেই সময় প্রকল্প অনুমোদন ও বরাদ্দবিহীন অবস্থায় রাস্তার জমিতে ক্যানেল কিভাবে খনন করছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন এমপি মোঃছেলিমুদ্দিন তরফদার তার ভিকো মেসিন ও ড্রাইভার পাঠায়ে খনন কাজ করার জন্য তাকে বলেন। এছাড়াও তিনি জানান প্রতিদিনের খরচ করার জন্য তাকে নির্দ্দেশ দেওয়ায় সে টাকা খরচ করেছে এবং এমপিও খরচের টাকা তাকে দিয়েছে ,যৌথ্য টাকায় ক্যানেল খনন করা হয় বলে জানান।। অপর দিকে ক্যানেলটির দৈঘ্য ,প্রস্থ ও গভীরতা কত তা জানতে চাইলে তিনি জানান বেজরার ব্রীজ থেকে ভাঙ্গাগাড়ী পর্যন্ত দৈঘ্য ৪২ শত ফুট, প্রস্থ ৭ ফুট ও গভীরতা ৫ ফুট করে খনন করা হয়েছে বলে বলেন। এরপর তাকে খননকৃত ক্যানেল প্রকল্প এর অনুমোদন ও বরাদ্দ ২০২১-২০২২ অর্থ বছরে করার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শাহিনুর ইসলাম (স্বপন) পিআইও অফিস থেকে জেনে নিতে বলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমানকে রাস্তার জমির শ্রেণী পরিবর্তন না করে এবং প্রকল্প অনুমোদন ও বরাদ্দবিহীন অবস্থায় ক্যানেল কেন খনন করা হয়েছে এমন প্রশ্ন করলে এমপির নির্দ্দেশে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম (স্বপন) এর দায়িত্বে ভিকো মেশিন দিয়ে ক্যানেলটি খনন করা হয়েছিল বলে তিনি জানান। এছাড়াও রাস্তার জমিতে ক্যানেল খননের পরিকল্পনা সম্পর্কে তিনি জানতেন না বলেও জানান। ২০২১-২০২২ অর্থ বছরে গত অর্থ বছরে খননকৃত ক্যানেলটির প্রকল্প এর অনুমোদন ও ৩০.৯৪৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রসাশক নওগাঁর নিকট প্রকল্পের প্রয়োজনীয় কাগজ পত্র পাঠায়েছেন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে ২০২০-২০২১ অর্থ বছরে এমপির নির্দ্দেশে ক্যানেলটি খনন করার বিষয়ে তিনি জানতেন বলে জানান।

Most Popular

Recent Comments