26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসাংবাদিকতানওগাঁর বদলগাছীতে সাংবাদিক সংস্থার আত্নপ্রকাশ ও কার্যনির্বাহী কমিটি গঠন।

নওগাঁর বদলগাছীতে সাংবাদিক সংস্থার আত্নপ্রকাশ ও কার্যনির্বাহী কমিটি গঠন।

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
“সাংবাদিকতা হোক মানবতার কল্যাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে
‘সাংবাদিক সংস্থা বদলগাছী’ নামে সাংবাদিক সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলার প্রবীণ-নবীনদের সমন্বয়ে এ সাংবাদিক সংস্থা আত্মপ্রকাশ করে।
৫ জুলাই (সোমবার) বিকাল ৫টায় বদলগাছীতে সংস্থার অস্থায়ী কার্যালয়ে ১৭ সদস্য বিশিষ্ট
নতুন এ সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। উক্ত সংগঠনের সভাপতি হিসেবে বিশিষ্ট
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী(আমার সংবাদ) ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম
(দৈনিক দেশের কন্ঠ ও ডেইলী ইন্ডাস্ট্রি) নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-
সভাপতি আহসান হাবীব শিপলু(দৈনিক জাগরণ), সহ-সভাপতি এনামুল কবির এনাম (দৈনিক
আলোকিত একাত্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন (দৈনিক দেশ বার্তা, জেলা
প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক আবু রায়হান(আওয়ার নিউজ), অর্থ সম্পাদক ফিরোজ
হোসেন(দৈনিক গণমুক্তি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন(আমাদের নতুন
বার্তা), দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম(দৈনিক বাংলাদেশ সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
পিন্টু হোসেন (দৈনিক গণতদন্ত), নির্বাহী সদস্য আব্দুর রউফ(দৈনিক দেশ বার্তা, উপজেলা
প্রতিনিধি), মিঠু হাসান(দৈনিক দেশের আলো), রহমতুল্ল্যাহ আশিক(সিবিসি নিউজ ও
জবস্ টিভি), সাধারণ সদস্য আবু হোসেন(দৈনিক সোনার বাংলা২৪), রুবেল হোসেন(দি
নিউ স্টার), গোলাম সারোয়ার(দৈনিক ক্রাইম তালাশ), সুবাস চন্দ্র(বিএন এনডিপি)
নির্বাচিত হন। এ সংগঠনের সকল সাংবাদিকগণ দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, অনলাইন
এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রয়েছেন।
সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নবীন-প্রবীন
সমন্বয়ে সাংবাদিক সংস্থা বদলগাছী, নওগাঁ এর শুভ সূচনা করা হয়। অত্র সংস্থা সমাজের শোষণ,
সন্ত্রাস, মাদক, অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে। কলম চলবে মানবতার
কল্যাণে।#

Most Popular

Recent Comments