20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁর বদলগাছীতে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই দুই পাশে ভাঙন

নওগাঁর বদলগাছীতে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই দুই পাশে ভাঙন

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার সেনপাড়া থেকে পারসোমবাড়ী হাট পর্যন্ত সড়কের দুই পাশে দেবে গেছে।

সড়ক সংস্কারকাজ শেষ না হতেই সড়কের বিভিন্ন স্থানে দুই পাশে ভাঙন ও ফাটল শুরু হয়েছে। সংস্কারকাজ চলমান অবস্থায় পুরো সড়ক হুমকির মুখে পড়েছে। কাজের গুণগত মান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উপজেলার সেনপাড়া হইতে পারসোমবাড়ী হাট সড়কে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) খোঁজ নিয়ে জানা যায়, আরডি আর আইডিপি প্রকল্পের অধীনে সেনপাড়া হইতে পারসোমবাড়ী হাট পর্যন্ত সাত কিলোমিটার সড়ক সংস্কারে চুক্তি মূল্য এক কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। কাজটি বাস্তবায়নে দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিলন ট্রেডার্স নওগাঁ।
এলাকাবাসী জানায় সড়কের সংস্কারকাজ খুবই নিম্নমানের হচ্ছে। সাত কিলোমিটার সড়কের মধ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক সিল কোট কাজ শেষ করেছে ১৫-১৬ দিন আগে। এরই মধ্যে সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, ডেবে গেছে এবং কোথাও কোথাও সিল কোট উঠে যাচ্ছে।

ব্রিজ মোড়ের গ্রামবাসীদের অভিযোগ, সড়ক আগের তুলনায় সরু করা হয়েছে। কোথাও খোয়া লাগলে তিন নম্বর ইটের খোয়া ফেলা হচ্ছে। কাজের মান দেখে আমরা প্রতিবাদ করেছিলাম। তাতে ঠিকাদারের লোক বলেন, ‘প্রতিবাদ করে লাভ হবে না।’

প্রকল্পের ঠিকাদার মামুনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ প্রকল্পের প্রথম ঠিকাদার কাজ না করে পালিয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বিপাকে পড়েছি।’
উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন, ‘পুরো সড়কে তিন ইঞ্চি খোয়া দিতে পারলে ভালো হতো। আমি বরাদ্দ চেয়ে প্রস্তাব করেছিলাম সেভাবেই। কিন্তু ওপর থেকে খোয়া বাদ দিয়ে প্রকল্প অনুমোদন করেন। তার পরও চেষ্টা করছি কাজটি ভালো করার জন্য। দু-এক জায়গায় সমস্যা হয়েছে তা ঠিক করার জন্য নির্দেশ দিয়েছি ঠিকাদারকে

Most Popular

Recent Comments