14.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeঅনুদাননওগাঁর বদলগাছীর বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাই- সাইকেল বিতরন

নওগাঁর বদলগাছীর বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাই- সাইকেল বিতরন

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর বদলগাছীল স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বদলগাছী লাবণ্য প্রভা পাইলট গার্লস হাই স্কুল পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ূন কবীর।

শনিবার বেলা সাড়ে ১০ টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট গার্লস হাই স্কুল প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ সিংহ, মথুরাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাই-সাইকেল প্রদান করা হয় এবং স্কুল প্রাঙ্গনে বিভিন্ন বনজ বৃক্ষ রোপন করা হয়। এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments