38.4 C
Bangladesh
Friday, March 28, 2025
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী সদর ও আধাইপুর ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী সদর ও আধাইপুর ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বদলগাছী উপজেলার ২ টি ইউনিয়নে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল)(বদলগাছী সদর ২৫৬০+ আধাইপুর ২১৮৬)= ৪ হাজার ৭’শ ৪৬ টি পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর চাল বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ। গত বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে উপজেলার বদলগাছী সদর ও আধাইপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতার চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। সকাল ৮ টা বদলগাছী সদর ইউনিয়নে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী ইশরাত জাহান ছনি।এসময় সেখানে ট‍্যাগ অফিসারের দ্বায়িত্বে থাকা উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী আবু ওয়াছিব, প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রবিউল ইসলাম, আনিছুর রহমান,আমিনুর রহমান,মাইন মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম, মোছাঃ সাজেদা বেগম,মোছাঃ শাহানাজ বেগম পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

অপর দিকে আধাইপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মজহারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান একে এম রেজাউল করিম পল্টন, সকল ইউপি সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বদলগাছী সদর ইউনিয়নে সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা জাহেরা বেগম বলেন, আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারবো। আমি বর্তমান সরকারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি। 

বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল সুন্দর ও সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে। আমার ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ২৫৬০ জনকে চাল প্রদান করা হয়েছে।

এছাড়া উপজেলার আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ একে এম রেজাউল করিম পল্টন বলেন, আমার ইউনিয়নে ২১৮৬ জন নিন্ম আয়ের পরিবারের মাঝে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি জানান, উপজেলার ২ টি  ইউনিয়নে ৪ হাজার ৭’শ ৪৬ টি নিন্ম আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১ টি করে তদারকি অফিসার রয়েছেন।

Most Popular

Recent Comments