32.9 C
Bangladesh
Sunday, April 20, 2025
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁর বদলগাছী বিনোদন মূলক জায়গার মধ্যে ইকো ভিলেজ একটি

নওগাঁর বদলগাছী বিনোদন মূলক জায়গার মধ্যে ইকো ভিলেজ একটি

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

বিনোদন আমাদের জীবনের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। কর্মময় জীবনের প্রশান্তির অন্যতম স্থান বিনোদন কেন্দ্র। বিভিন্ন সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, পাড়া-মহল্লা এমনকি পরিবারের সবাই মিলে আনন্দময় কিছুটা সময় কাটানোর জন্য বের হন অনেকেই। শীত এলেই পিকনিক বা বনভোজনের ধুম পড়ে। সেজন্য পিকনিক বা বনভোজনের জায়গাটির সঠিক তথ্য সহ সকল প্রকার রিভিউ দেখেই সঠিক সিদ্ধান্ত নিন।
নওগাঁর জেলার বদলগাছী উপজেলার পারসোমবাড়ী বাজারের পূর্ব দিকে মহেশপুর রাস্তার পাশে ইকো ভিলেজ বিনোদনমূলক পার্ক। পার্কের ভিতরে বসার জায়গা,শিশুদের দোল খাওয়ার,গোসল করার জন্য মনের মত পুকুর, মনোরম পরিবেশে খাবারের ব্যবস্থা আছে আরো আছে হরেক রকমের গাছ পালা।পার্কটিতে একবার গেলে বারবার যেতে চাইবেন।তাই আর দেড়ি না করে এখুনি ইকো ভিলেজ বিনোদনমূলক পার্কটি ভ্রমন করুন।এখানে প্রতিদিন শতশত নর-নারী আসে।

Most Popular

Recent Comments