15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeউদ্বোধননওগাঁর মান্দায় ডিজিটাল উদ্বোধনী মেলা উদ্বোধন।

নওগাঁর মান্দায় ডিজিটাল উদ্বোধনী মেলা উদ্বোধন।

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় দিনব্যাপি র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ ৷

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান কর্ত্তৃক প্রদত্ত ৪০টি স্টল পরিদর্শন করেন।

Most Popular

Recent Comments