19.6 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁর মান্দায় সমবায় সমিতি ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন।

নওগাঁর মান্দায় সমবায় সমিতি ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন।

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি//

নওগাঁর মান্দায় মটগাড়ী আদর্শ কৃষি সমবায় সমিতি লিঃ এর প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে, ওই সমিতির সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেন ওই সমিতির সদস্যরা। মঙ্গলবার ১৯ এপ্রিল সকাল ১১ টায় উপজেলার প্রসাদপুর ইউপির মঞ্জিলতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আঃ সালাম, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাইফুদ্দিন মাস্টার্স, সমিতির সদস্য বিলকিছ, রাবেয়া, আফরোজা, কায়েম উদ্দীনসসহ, প্রায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে ।

এসময় বক্তারা মটগাড়ী আদর্শ কৃষি সমবায় সমিতির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন ও আয় ব্যয়ের হিসাব করে সঞ্চয়ের টাকা সদস্যদের মাঝে বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা।

Most Popular

Recent Comments