15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁর মান্দায় পুকুর থেকে বালু উত্তোলনের সময় পাড় ধসে একজন নিহত

নওগাঁর মান্দায় পুকুর থেকে বালু উত্তোলনের সময় পাড় ধসে একজন নিহত

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি,নওগাঁ

নওগাঁ জেলার মান্দা উপজেলায় একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় পাড় ধসে একজন নিহত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর,শনিবার বিকেলে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের প্রত্যন্ত পল্লী পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাইদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বাকসাবাড়ি গ্রামে ওমর আলী মৃধার ছেলে। ওই পুকুর থেকে বালু উত্তোলন করে একটি নিচু জমি ভরাটের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।
স্থানীয় এলাকাবাসীরা জানান, পাইকপাড়া গ্রামের মজিবর রহমানের ওয়ারিশান পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নিচু জমিতে ভরাট দিচ্ছিলেন একই গ্রামের বেলাল হোসেন। এ কাজের জন্য বেলাল হোসেনের সঙ্গে ৬৮ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন ড্রেজার মালিক জাইদুল ইসলাম।

বেলাল হোসেনের স্ত্রী মরিয়ম বিবি জানান, চুক্তি মোতাবেক পুকুরটিতে ড্রেজার নামিয়ে প্রায় ২০ দিন ধরে কাজ করছেন তিনি। দুইদিন বন্ধ রাখার পর শনিবার আবার ড্রেজার চালু করা হয়। বিকেলে ওই পুকুরপাড়ে ড্রেজারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই বিশাল এলাকাজুড়ে পাড় ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে মারা যান জাইদুল ইসলাম।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, অসাবধানবশত এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জাইদুল ইসলামের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Most Popular

Recent Comments