18 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজরিমানানওগাঁর মান্দায় ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

নওগাঁর মান্দায় ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দার ভোক্তা- অধিকারের অভিযান জানা যায়, গত ২৪ আগস্ট,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলায় প্রসাদ পুর বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন।

তদারকিকালে বইয়ের গায়ের মূল্য মুছে স্টিকার দিয়ে অতিরিক্ত মূল্য লিখায় ভাই ভাই লাইব্রেরী কে ২০০০/- টাকা , অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয় করায় তুহিন স্টোর ও মালেক স্টোর কে ৫,০০০/- করে মোট ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

এছাড়াও অভিযোগের ভিত্তিতে বইয়ের দাম বেশি রাখায় জননী লাইব্রেরী কে ১০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% প্রদান করেন।

অভিযানে মান্দা নিরাপদ খাদ্য পরিদর্শক ও মান্দা থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।

ভোক্তা অধিকার নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন,জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Most Popular

Recent Comments