12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁর মান্দায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর মান্দায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁ জেলার মান্দায়
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দু’জন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২০ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার জোকাহাট-ফতেপুর সড়কের দাসপাড়া ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতে যুবকের নাম দিপু ইসলাম (৩৫) ও সামছুর রহমান চান্দা (৪২)। দিপু বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়াদ কলোনীর সাইফুল ইসলামের ছেলে, পেশায় একজন নির্মাণ শ্রমিক। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহত অবস্থায় সামছুর রহমান চান্দাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি নওগাঁ জেলার মান্দার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
বিষ্ণুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম গোলাম আজম জানান, জোকাহাট উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজ চলছে। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন নিহত দিপু ইসলাম। সোমবার সাড়ে ১২ টার দিকে নির্মাণ সামগ্রী নেওয়ার জন্য একটি মোটরসাইকেলে দিপু ও চান্দা ফতেপুর বাজারে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দিপু ইসলাম নিহত হন।

মান্দা থানার উপপরিদর্শক আব্দুল মোমিন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Most Popular

Recent Comments