নওগাঁর মান্দায় স্কুল মাঠের প্রাচীর না থাকায় বেহাল অবস্থা
মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের প্রাচীর না থাকায় বেহাল অবস্থা৷
উপজেলার ১৩ নং কসব ইউনিয়নের পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাঁকা রাস্তা র পাশে বিদ্যালয়টি পাঁচ জন শিক্ষক ও ১৮০জন ছাত্রছাত্রী নিয়ে চলছে।শিক্ষার মান খুবই সন্তোষ জনক।
প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান ও সহ শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সুলতানা আইরিন, নারগিস খাতুন, আরজিনা খাতুন বলেন,আমরা খুব দুঃখের সহিত বলতেছি যে আমাদের বিদ্যালয়ের প্রাচীর না থাকায় গরু ছাগলের এতো অত্যাচার হয় সব সময় নোংরা পরিবেশ হয়ে থাকে এলাকার জনগণ কে বলেও কোন লাভ হয়না৷ পাঁকা রাস্তা থেকে বর্ষা মৌসুমে পাঁকা রাস্তা থেকে স্কুলের ভবন পর্যন্ত ছাত্র ছাত্রীরা আসার সময় রাস্তার মাটি কাঁদাময় হবার জন্য ছাত্রছাত্রীর পোশাক নষ্ট হয়ে যায়৷ তাই আমরা মাননীয় সাংসদ সদস্য মোঃ ইমাজ উদ্দিন স্যারের নিকট জোর দাবি করছি। বিদ্যালয়ে আসার রাস্তাটা মেরামত এবং বিদ্যালয়ের প্রাচীরের ব্যবস্থা করে দেবার জোরদার দাবি জানাচ্ছি।
প্রধান শিক্ষক আরো বলেন, শুধু বিদ্যালয় শিক্ষক ও ছাত্র ছাত্রীদের কথা ভেবে স্কুল এরিয়ার প্রাচীর এবং রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানায় এমপি মহোদয়ের নিকট।