18.3 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁর রাণীনগরে যৌন হয়রানি অভিযোগে গ্রেপ্তার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

নওগাঁর রাণীনগরে যৌন হয়রানি অভিযোগে গ্রেপ্তার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে গ্রেপ্তার সেই শিক্ষক হাফিজুর রহামন (৫২) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শিক্ষককে এই বরখাস্তের আদেশ দেয়া হয়। গতকাল রোববার রাণীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্তের এই আদেশপত্র পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। শিক্ষক হাফিজুর রহমান উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উপজেলার মেরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আশেক আলীর ছেলে।
সংশ্লিষ্ঠ সুত্রে জানাগেছে, শিক্ষক হাফিজুর রহমান নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিল। গত ২০ নভেম্বর ওই স্কুলের এক ছাত্রীকে যৌন নীপিড়ন করে। এরপর ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। এ ঘটনায় স্থানীয়রা গত ২৭ নভেম্বর সকালে বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ থাকা শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিন রাতেই ভুক্তভোগী এক শক্ষিার্থীর বাবা বাদি হয়ে শিক্ষক হাফিজুরকে যৌনপীড়নের দায়ে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।

এঘটনায় রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানালে জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা সংশ্লিষ্ঠ বিধি মোতাবেক সাময়িক বরখাস্তের আদেশ জারী করে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পত্র প্রেরণ করেন।
রোববার শিক্ষককে বরখাস্তের অফিস আদেশের পত্রটি পেয়েছি জানিয়ে রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক হাফিজুর রহমান গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকায় তাকে গত১ ডিসেম্বর জেলা শিক্ষা অফিসার সাময়িক বরখাস্ত করেছেন।

Previous article
Next article
দেশে গণতন্ত্র আছে বলেই মানুষ শান্তিতে বসবাস করছে
শেখ হাসিনা
বশির আহমেদ রুবেল চট্টগ্রাম
৪ই ডিসেম্বর রবিবার পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের জনসভা বেলা দুইটা গড়াতেই জন সমুদ্রে রূপ নেয়। জননেত্রী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনসেবায় উপস্থিত হন বেলা তিনটা পাঁচ মিনিটে। তিনি প্রায় ৪৫ মিনিট বক্তব্য রাখেন। তিনি বলেন দেশে গণতন্ত্র আছে বলে মানুষ শান্তিতে ঘুমোতে পারে, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী না তারা লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি বলেন, বিজয়ের মাসে আমি চট্টগ্রাম এসেছি, ৭ই মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের যে আহ্বান জানিয়েছিল যে পথ নির্দেশনা দিয়েছিল সারা বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে তা পালন করেছে চট্টগ্রামের মানুষ ও পালন করেছে। তারই ধারাবাহিকতায় আমরা নয় মাস যুদ্ধ করে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করেছে, এ মাস বিজয়ের মাস
বিএনপি যখন ক্ষমতায় ছিল উন্নয়ন হয়নি তারা দেশের সম্পদ লুটে নিয়েছে।তারিক জিয়া মোছলেখা দিয়ে আর রাজনৈতিক করবে না বলে দেশ ছেড়েছিলেন,এখন লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

Most Popular

Recent Comments