25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁর রাণীনগরে সার্কাস দেখানোর নাম করে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক...

নওগাঁর রাণীনগরে সার্কাস দেখানোর নাম করে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধা আটক

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার রাণীনগরে সার্কাস দেখানোর নামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোতালেব হোসেন মন্টু (৫৫)নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।


গতকাল ২২ আগস্ট,সোমবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশে দেয়া হয়। আটককৃত আসামি মুন্টু চককুজাইল গ্রামের মৃত তমেজ উদ্দীনের ছেলে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ভিকটিম শিশুকে মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ দায়েরকৃত মামলার বরাদ দিয়ে বলেন,উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক শিশু (৬) সোমবার বিকেলে খেলাধুলা করছিল। এসম মুন্টু শিশুকে সার্কাস দেখানোর নাম করে তার বাড়ীতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করতে থাকলে মুন্টু তাকে ছেড়ে দেয়। এরপরে শিশুটি বাড়ীতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে মূহুর্তের মধ্যে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরে।
এর পর উত্তেজিত জনতা কুজাইল বাজারে গিয়ে চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এঘটনায় শিশুর মা বাদী হয়ে মুন্টুর নামে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় মুন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।
এছাড়া শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Most Popular

Recent Comments