মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার রাণীনগরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাথী রানী (৯) নামে শিশু নিহত হয়েছে।
১৬ মার্চ,বুধবার দুপুর দুইটার সময় রাস্তা পারাপার হতে গিয়ে রাণীনগর উপজেলার কাশিমপুর সানাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী উপজেলার কাশিমপুর গ্রামের বলরাম চন্দ্রের মেয়ে এবং কুজাইল ইন্টারন্যাশলান নিডস স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাথী বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যায়। স্কুল শেষে কুজাইল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিল। পথে কাশিমপুর সানাপাড়া মোড়ে গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির অপর একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাথীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, সাথী রানীকে ধাক্কা দেওয়া অটোরিকশাটি পালিয়ে গেছে। এ ঘটনায় সাথীর পরিবার থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি)মামলা দায়ের করা হয়েছে।